এক দেশ এক নির্বাচন” শীর্ষক আলোচনা চক্রে যোগ দিতে বুধবার উত্তর জেলা সফরে গেলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: “One nation one election। এক দেশ এক নির্বাচন” শীর্ষক আলোচনা চক্রে যোগ দিতে বুধবার উত্তর জেলা সফরে গেলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন জেলা বিজেপির উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশত বার্ষিকী ভবনে “এক দেশ এক নির্বাচন” শীর্ষক আলোচনা চক্রের আয়োজন করা হয়।সেখানে রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন,বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ ও যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ আরও অনেকে। এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। অনুষ্টানে দলের রাজ্য সভাপতি এক দেশ এক নির্বাচন নিয়ে আলোচনা করেন ।