বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে শনিবার পদযাত্রার মাধ্যমে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিপ্রা মথা দলের সদস্যরা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 05 July.বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে এবার সরব হল তিপ্রা মথা দল । বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে শনিবার পদযাত্রার মাধ্যমে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন দলের সদস্যরা। এদিন রাজধানীর উত্তর গেইট থেকে জমায়েত হয়ে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। পদ যাত্রা সম্পর্কে বলতে গিয়ে মথার নেতৃত্ব ডেবিট মোডাসিং জানান, বাংলাদেশি অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক সমস্যা l এই সমস্যা নিরসনে রাজ্য সরকারের ভূমিকা সদর্থক নয় তাই এই অনুপ্রবেশ রুখতে এবার দিল্লিতে পদ যাএার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা দেবেন l বাংলাদেশি অনুপ্রবেশের কারণে রাজ্যের অনেক লোক তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন l নিজের জায়গায় থেকে নিজেদের সংগ্রাম করতে হচ্ছে অস্তিত্ব জানান দিতে। এই বিষয়ে বহু ডেপুটেশন সহ আন্দোলন করা হয়েছে l কিন্তু তার কোন সূরাহা হয়নি l তাই বাধ্য হয়ে দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ অনুপ্রবেশ রুখতে পদযাত্রায় শামিল হয়েছেন বলে জানান তিনি। এদিকে এদিন এই কর্মসূচিতে উপস্থিত দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জানান, আমি আমার মত করে লড়াই করছি l ডেবিট মোডাসিং সে তার মত করে লড়াই করছে l আমার কর্তব্য হল এদেরকে সাপোর্ট করা l এই ইস্যুতে দল এত বড় একটা পদক্ষেপ নিয়েছে l আমি ওদেরকে সমর্থন করছি বলে মহারাজা জানান l