প্রধানমন্ত্রী ছিলেন অনুপস্থিত। কিন্তু বৃহস্পতিবার সর্বদল বৈঠকে অনুপস্থিত থাকলেও দেশবাসী তথা বিরোধীদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর এই বার্তা পাঠ করে শোনান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী ছিলেন অনুপস্থিত। কিন্তু বৃহস্পতিবার সর্বদল বৈঠকে অনুপস্থিত থাকলেও দেশবাসী তথা বিরোধীদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত বিরোধী নেতা সহ অন্যান্যদের সামনে প্রধানমন্ত্রীর এই বার্তা পাঠ করে শোনান। রাজনাথের মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, “কঠিন পরিস্থিতিতে এই সময় দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন।” সূত্রের খবর, অপারেশন সিঁদুর সম্পর্কে তথ্য দিতে গিয়ে রাজনাথ সিং জানান, এই অভিযানে কমপক্ষে ১০০ জন পাক জঙ্গির মৃত্যু হয়েছে। পাকিস্তান যদি ফের হামলা চালায়, তাহলে আবারও প্রত্যাঘাত করবে ভারত। অপারেশন সিঁদুরের একদিন পরই এনিয়ে বিরোধীদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরতে সর্বদল বৈঠকের ডাক দেয় কেন্দ্র।এদিন বৈঠকে বিরোধীদের তরফ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা রামগোপাল যাদব, আপের সঞ্জয় সিং, শিব সেনা উদ্ধবের সঞ্জয় রাউত ও এনসিপির সুপ্রিয়া সুলেরা উপস্থিত ছিলেন । কেন্দ্রের তরফেও প্রধানমন্ত্রী ছাড়া প্রথম সারির প্রায় সব মন্ত্রীই উপস্থিত ছিলেন।