ইলেক্টোরাল বন্ডের সমস্ত তথ্য জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। সেইমত বৃহস্পতিবার বিকেলেই এসবিআই তথ্য জমা দেয়। অবশেষে তা প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। এই তথ্যের মধ্যে রয়েছে নির্বাচনী বন্ডের ক্রমিক সংখ্যাও। প্রসঙ্গত, বহু বিতর্কের পর প্রকাশ্যে এসেছে ইলেক্টোরাল বন্ডের তথ্য। কিন্তু এনিয়ে সুপ্রিম কোর্টের তোপে পড়তে হয় এসবিআইকে। দেখা যায়, বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও সমস্ত তথ্য প্রকাশ করছে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। তাই সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় শীর্ষ আদালত l প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, ২১ মার্চ বিকেল পাঁচটার মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে হবে এসবিআইকে। সেই সঙ্গে জমা দিতে হবে বিশেষ হলফনামা। সেখানে স্পষ্ট উল্লেখ করতে হবে, নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিয়েছে এসবিআই। সেই নির্দেশ মেনেই এদিন সব তথ্য কমিশনের কাছে জমা দেয় স্টেট ব্যাঙ্ক। আর তার পরই সেই তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে নির্বাচন কমিশন।