কর্পোরেটর রত্না দত্ত মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন পাশাপাশি তাদের দীর্ঘায়ু কামনায় তাদের হাতে রাখি পরিয়ে দেন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 12 Aug. 2025: ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন। সকলের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে এই উদ্যোগ গ্রহণ করার আহ্বান রেখেছিলেন তিনি। তারপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের আগে সবাই যেন বাড়িতে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করেন সেই আহ্বানে জাতীয় পতাকা বিতরণ করা হয়। অন্যান্য বছরের ন্যায় এই বছরেও হর ঘর তেরঙ্গা কর্মসূচি পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৩-১৪ ,১৫ এই তিন দিন প্রতিটি ঘরে যেন জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার পুর নিগমের ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন পাশাপাশি তাদের দীর্ঘায়ু কামনায় তাদের হাতে রাখি পরিয়ে দেন।
