বাল্য বিবাহ আটকাতে গিয়ে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়ল শিশু সুরক্ষা কমিটি চড়িলামের চ্যাটার্জি কলোনি এলাকায়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 27th Sept. 2025: এবার বাল্য বিবাহ আটকাতে গিয়ে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়ল শিশু সুরক্ষা কমিটি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে চড়িলামের চ্যাটার্জি কলোনি এলাকায়।ঘটনা সম্পর্কে বিস্তারিত ভাবে শিশু সুরক্ষা কমিটির এক সদস্য জানান, আমাদের কাছে ১০৯৮ এ ফোন আসে যে চড়িলামের চ্যাটার্জি কলোনি এলাকায় পুজা রানী দাসের নাবালিকা অবস্থায় বিয়ে হয়ে যাচ্ছে। পুজার বাবা সঞ্জিত দাস। ফোন পেয়ে আমরা এখানে আসি। এরপর সকলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এলাকাবাসী আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুজা যতক্ষণ না পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হবে, তাকে বিয়ে দেওয়া হবে না। আমাদেরকে তার বাবা স্বীকারোক্তি দিয়েছেন ও এলাকাবাসীও স্বীকারোক্তি দেন বলে তিনি জানান। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে l
