সোমবার দুপুরে আদালতে নিয়ে যাওয়া হল বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসকে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 27th Oct. 2025: সোমবার দুপুরে আদালতে নিয়ে যাওয়া হল বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসকে।এদিন দুপুরে মাধবীকে দেখার জন্য আদালত চত্বরে ভিড় জমায় আম জনতা। এরপর কড়া নিরাপত্তায় শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের করা হয় মাধবীকে।এদিন আদালত চত্বরে খুশ মেজাজে দেখা গেছে তাকে। প্রসঙ্গত, রবিবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয় সরকার বিরোধী কনটেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাস। পুলিশ তার মোবাইলটি বাজেয়াপ্ত করেছে। মোবাইলটি তদন্ত করে দেখা হবে l
