ফের নাবালিকা ধর্ষনের অভিযোগে ইরানি থানার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে।
ফের নাবালিকা ধর্ষনের অভিযোগে ইরানি থানার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। ফের নাবালিকা ধর্ষনের অভিযোগে ইরানি থানার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। থানায় ধর্ষনের মামলা দায়ের হওয়ার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। ওই দুই যুবকের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে l মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়। ঘটনার বিবরণে জানা গেছে, গত ৮ ডিসেম্বর ইরানি থানা পুলিশের কাছে একটি মেয়ের ধর্ষনের অভিযোগ আসে। অভিযোগ অনুযায়ী, দুই যুবক মেয়েটিকে সন্ধ্যায় ফোন করে বাইরে আসতে বলে। মেয়েটির সাথে ছেলেগুলোর পূর্ব পরিচয় ছিল বলে তাদের ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে আসে। তখন সেই মেয়েটিকে লাঠিয়াপুরের দিকে নিয়ে গিয়ে দুই যুবক মিলে ধর্ষণ করে সেখানে ফেলে চলে যায়। এবিষয়ে ইরানি থানার ইন্সপেক্টর অরুণোদয় দাস জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে। তারপর সোমবার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত মোবাইল টাওয়ার লোকেশন থেকে তাদের ১২ ঘণ্টার মধ্যে ধরা সম্ভব হয়েছে বলে জানান তিনি।