মালয়েশিয়ায় গ্যাসের পাইপলাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণ এর ঘটনা ঘটে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: মালয়েশিয়ায় গ্যাসের পাইপলাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণ এর ঘটনা ঘটে। বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ১৪৫ জন। এই দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার জেরে ১৯০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কাছে। এখানকার খনিজ তেল উৎপাদনকারী সংস্থা পেট্রোনাসের তরফে জানানো হয়েছে, গ্যাস পাইপ লাইন ফেটে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। এদিকে, সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনার জেরে তিন শিশু সহ ১৪৫ জন দগ্ধ হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর ওই অঞ্চলের ৩০০ মিটারের মধ্যে থাকা বাড়িতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।