প্রায় দুই দশক তথা ২২ বছর পর সরব হল দেশের নির্বাচন কমিশন।
অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দিতে তৎপর হল কমিশন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 26 Jun. প্রায় দুই দশক তথা ২২ বছর পর সরব হল দেশের নির্বাচন কমিশন। অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দিতে তৎপর হল কমিশন। বিশেষ করে ভিনদেশি নাগরিকদের তালিকা থেকে বাদ দিতেই কমিশনের এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। নতুন ভোটারদের তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। জন্মের প্রমাণপত্র সঠিকভাবে দাখিল করতে না পারলে ভোটার তালিকায় নাম তোলা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে কমিশন। গয় কয়েক মাস আগে ভোটার তালিকা নিয়ে সরব হন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় একই ভোটার কার্ড নম্বরে একাধিক এপিক রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপরই মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটার তালিকায় ব্যাপক গরমিল ছিল বলে ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাই বিরোধীদের চাপেই কমিশনের ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেই মোতাবেক ভোটার তালিকা সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে বিরোধীরা স্বস্তিতে l