রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 26 Jun.বৃহস্পতিবার রাজধানির মুক্তধারা মিলনায়তনে রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ দফতরের মন্ত্রী টিংকু রায়। এ ছাড়া উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য , তথ্য সংস্কৃতি দফতরের উপদেষ্টা কমিটির ভাইস চ্যায়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় যখন বন্দেমাতারম রচনা করেছিলেন সে সময় যে পরিস্থিতি ছিল আজ তা নেই । কিন্তু বর্তমানে আমাদের সামনে পরিস্থিতি ভিন্ন। আজ আমাদের রাজ্যে এইডসের বাড়বাড়ন্ত। ছাত্র ছাত্রীদের মধ্যে এই হার উদ্বেগজনক। নেশার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে। রাজ্যে রক্তের চাহিদা অনুযায়ী যোগান কম। রক্তদানের হার বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু রাজ্যে যদি চাইল্ড প্রেগনেন্সির হার কমানো যায় তবে রক্তের চাহিদা ক্রমশ কমে আসবে। অর্থাৎ সামাজিক ব্যাধি গুলির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে বলে মন্ত্রী জানান ।