সোমবার সিপাহীজলা নৌকা ঘাট এলাকায় গাড়ি উল্টে আহত হয় ৫ জন শ্রমিক lসিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন সড়কে কাজে যোগ দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে আহত ৫ জন শ্রমিক ঘটনা সোমবার সকালে l আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। আহত ৫ জন শ্রমিক হলেন ঋত্বিক দাস, চন্দন সরকার, মৃদুল রায়, নির্মল ভৌমিক, ও পুলিন দাসl জানা যায় প্রত্যেক দিনের মত এদিনও শ্রমিকরা ম্যাজিকঅটো করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন l সিপাহীজলা
নৌকার সংলগ্ন এলাকায় আসতে গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় lআহত হয় ৫ জন শ্রমিক। ওদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।