আগরতলা রেল পুলিশ দুজন ভারতীয় নাগরিক সহ এক বাংলাদেশী মহিলাকে আটক করেছে।
“আটক করে জিজ্ঞাসা করতেই এরা স্বীকার করে যে এই দুই ভারতীয় নাগরিক অবৈধ ভাবে বাংলাদেশী মহিলাকে আগরতলা রেল ষ্টেশনে নিয়ে আসে”
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: আগরতলা রেল পুলিশ দুজন ভারতীয় নাগরিক সহ এক বাংলাদেশী মহিলাকে আটক করেছে। তারা ব্যাঙ্গালোরের উদ্দেশ্য যাওয়ার সময় আগরতলা রেল স্টেশনে ধরা পড়ে। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে জানান আগরতলা রেল পুলিশ থানার ওসি তাপস দাস। তিনি জানান ,শুক্রবার গোপন খবরের ভিত্তিতে তারা আগরতলা রেল ষ্টেশনে ওত পেতে বসে। সে মত তারা সন্দেহ বশত এই তিনজনকে আটক করে জিজ্ঞাসা করতেই এরা স্বীকার করে যে এই দুই ভারতীয় নাগরিক অবৈধ ভাবে বাংলাদেশী মহিলাকে আগরতলা রেল ষ্টেশনে নিয়ে আসে এবং রেলে করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্য তাকে প্রেরন করার সময় পুলিসের হাতে ধরা পড়ে। দুই ভারতীয় ধৃতরা হলেন সাব্রুম থানাধীন এলাকার বাসিন্দা কৃষ্ণ দেবনাথ, এবং রাজনগরের বাসিন্দা টুটন দে । আর ধৃত বাংলাদেশী নাগরিকের নাম মাহমুদা বাংলাদেশের শরিদপুর জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয় ।