যেকোন ইস্যু নিয়েই তারা একে অপরের প্রতিবাদ করতে পিছু পা হন না, কিন্তু এবার তাদেরকেই দেখা গেল এক মঞ্চে ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 22 July.উভয়ের জাত হল শাসক ও বিরোধী দল। যেকোন ইস্যু নিয়েই তারা একে অপরের প্রতিবাদ করতে পিছু পা হন না । একে অপরের সমালোচনায় সর্বদা মুখর থাকেন । কিন্তু এবার তাদেরকেই দেখা গেল এক মঞ্চে । তারা হলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী । মঙ্গলবার রাজ্য বিধানসভা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে এই দুই নেতাকে একসঙ্গে বসতে দেখা যায় । তাদেরকে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করতে দেখা যায় । উভয়কে খোশ মেজাজে দেখা যায় এদিন অনুষ্ঠান মঞ্চে ।