নামে মাত্র সরকার জনগণের । কাজের নয় ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 14 Aug. 2025: নামে মাত্র সরকার জনগণের । কাজের নয় । নির্বাচনে ভোট ব্যাংক বানানোর জন্য শুধু জনগণকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল । আর একবার ক্ষমতায় আসতে পারলেই পাঁচ বছরের জন্য গতি চেপে বসে যাই । তখন তাদের দেখা মেলা ভার । রাজ্য শুধু তাদেরই l আর জনগণ কাঁচকলা মাত্র l এই ক্ষেত্রে সরকারের জনপ্রতিনিধিরা সর্বে সর্বা । তাদের সর্দি কাশি হলেই রাজ্যে চিকিৎসা নয় বহিঃরাজ্যে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় । এক্ষেত্রে সরকার তাদের জীবন ঝুঁকি নিতে চাই না । অপরদিকে আমজনতা মরলে মরুক তাতে কিছু আসে যায় না । উদাহরণস্বরূপ বলা যায় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন । অতি সম্প্রতি ট্রেনে করে বাড়ি ফেরার পথে আচমকা আগরতলা রেল স্টেশনে অসুস্থ হয়ে পড়েন তিনি । সঙ্গে সঙ্গে ওনাকে হাপানিয়াস্থিত টিএমসিতে নিয়ে যাওয়া হয় । উনার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন । সেখান থেকে ওনাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আই এল এস হাসপাতালে । সেখানে উনার অস্ত্রপাচার করা হয় l তারপর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও উনাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়, বর্তমানে সেখানে উনার চিকিৎসা চলছে । অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে এখন আমাদের রাজ্যে চিকিৎসা পরিষেবা উন্নত হয়েছে , সে ক্ষেত্রে রাজ্যবাসিকে আর বহিঃরাজ্যে যেতে হবে না । এই হল জনগণের সরকার । অপরদিকে, রাজ্য সরকার তথা প্রশাসনের গাফলতিতেই বেগোরে প্রাণ গেল এক কম বয়সী গাড়ি চালকের । বাঁচার খুব ইচ্ছা ছিল তার । কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে প্রাণ গেল তার । অতি সম্প্রতি গভীর রাতে চাকমাঘাট এলাকায় দূর্ঘটনার শিকার হয় একটি ট্রাক । ঘটনায় ট্রাকের মধ্যেই আটকে যায় চালক তথা গাড়ির মালিক মিহির লাল দেবনাথ । দীর্ঘ ছয় থেকে সাত ঘণ্টা গাড়িতেই আটকে ছিল সে । বাঁচার জন্য খুব চেস্টা করেছে । এমনকি তাকে গাড়ি থেকে কিভাবে বের করতে হবে সেটাও সে প্রশাসনকে জানিয়েছে । কিন্তু প্রশাসনের কাছে গাড়ি কাটার তেমন কোন যন্ত্রপাতি ছিল না । সে জায়গায় তারা গাছ কাটার যন্ত্র নিয়ে এসেছে । যা মিহির লালকে বাঁচাতে কোন কাজেই আসেনি । এক্ষেত্রে প্রশাসন ছিল সম্পূর্ণ নির্বিকার । দেখতে দেখতে চোখের সামনে প্রাণ গেল মিহির লাল দেবনাথের । যা জনগণের প্রতি সরকারের যে কতটুকু দায়িত্ব কর্তব্য তা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় ।
ভিডিও লিঙ্ক- https://youtu.be/trHqSlsrmKE 2) https://www.facebook.com/share/r/1eTBKCFfb2/
