বহু তৎপরতার পর অবশেষে চুরি যাওয়া ১১টি মোবাইল ফোন ও একটি স্কুটার সহ ঠাকুর পূজায় ব্যবহৃত বাসন সামগ্রী উদ্ধার করতে সক্ষম হল আগরতলা পশ্চিম থানার পুলিশ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 9th Oct. 2025: বহু তৎপরতার পর অবশেষে চুরি যাওয়া ১১টি মোবাইল ফোন ও একটি স্কুটার সহ ঠাকুর পূজায় ব্যবহৃত বাসন সামগ্রী উদ্ধার করতে সক্ষম হল আগরতলা পশ্চিম থানার পুলিশ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এস ডি পিও দেবপ্রসাদ রায়।তিনি জানান, গত ২৭শে সেপ্টেম্বর দিনের বেলা বাড়ির মালিক বাড়িতে ছিলেন না। তিনি হলেন বাদল চক্রবর্তী। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। উনার বাড়ি থেকে মোবাইল ও নগদ টাকা চুরি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে একটি টিম গঠন করা হয়। এরপর পশ্চিম থানার ওসি রানা চাটার্জির নেতৃত্বে ওই টিমটি কাজ শুরু করে। সেই মোতাবেক বুধবার আমরা চারজনকে আটক করি। তাদের কাছ থেকে আমরা মোট ১১টি মোবাইল ফোন, একটি স্কুটার ও নগদ পাঁচ হাজার টাকা সহ পূজায় ব্যবহৃত বাসন সামগ্রী উদ্ধার করা হয় বলে তিনি জানান। এদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে l
