রাজধানী দিল্লিতে মাত্রাছাড়া দূষণ ভয়ংকর আকার ধারণ করেছে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 2nd Nov. 2025: রাজধানী দিল্লিতে মাত্রাছাড়া দূষণ ভয়ংকর আকার ধারণ করেছে। বলা যায় ক্রমশ ভয়ানক পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে দিল্লির দূষণ। রবিবার দিল্লির আকাশ ছিল শুধুই ধোঁয়াশা। দীপাবলির পর থেকেই দিল্লি দূষণে জেরবার হতে শুরু করে দিয়েছে গতবারের মত। দূষণ ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এমনটাই মনে করছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বেশ কিছু অঞ্চলে দূষণের মাত্রা চারশোর আশপাশে ঘোরাফেরা করছে। যাকে ঘিরে আশঙ্কা মেঘ তৈরি হয়েছে। রবিবার সকাল ৭টায় সিপিসিবির সমীর অ্যাপের হিসেব বলছে, দিল্লির এদিনের দূষণের মাত্রা ৩৭৭। যেখানে শুক্র ও শনিবার গড়ে তা ছিল যথাক্রমে ২১৮ ও ২৩৩, সেখানে একলাফে এতটা বেড়েছে, যা উদ্বেগের। পরিস্থিতি নিয়ে চিন্তিত দিল্লী সরকার l কি করলে দূষণ মুক্ত হবে দিল্লি তা নিয়ে চিন্তিত সরকার l
