স্বামীর ঘনিষ্ঠ আত্মীয়ের হাতে আক্রান্ত হল এক গৃহবধূ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 1 st Nov. 2025: স্বামীর ঘনিষ্ঠ আত্মীয়ের হাতে আক্রান্ত হল এক গৃহবধূ। জানা গেছে, বিলোনিয়া মহকুমার বড়পাথড়ী লক্ষীপুর এলাকার বাসিন্দা পার্থ প্রতীম মুহুরীর স্ত্রী স্বামীর নিকট আত্মীয়দের দ্বারা আক্রান্ত হন।এই অভিযোগ নিয়ে শনিবার সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে আক্রান্ত তনুজা মুহুরী জানান, লাকড়ী নিয়ে উনাদের নিকট আত্মীয়’র সঙ্গে বিবাদ শুরু হয়। বিবাদের জেরে গৃহবধূর ভাসুর নিরঞ্জন মুহুরী, জাল কল্পনা মুহুরী, ভাসুরের ছেলে রাকেশ মুহুরী ও শিখা মুহুরী তার উপর আক্রমন করে বলে অভিযোগ। আক্রমনের পাশাপাশি গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করে বলেও আরও অভিযোগ। নিকট আত্মীয় দ্বারা আক্রান্ত হয়ে স্থানীয় বড়পাথড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।অভিযুক্তদের বিরুদ্ধে বিলোনিয়া থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান আক্রান্ত গৃহবধূ। তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি l
