CPIM ও কংগ্রেসের বিভিন্ন সংগঠন মিলে মোট ১৭ দফা দাবিতে বুধবার যে ধর্মঘটের ডাক দিয়েছে এর সম্পূর্ণ বিরোধিতা করেছে প্রদেশ বিজেপি।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 08 July.সি পি আই এম ও কংগ্রেসের বিভিন্ন সংগঠন মিলে মোট ১৭ দফা দাবিতে বুধবার যে ধর্মঘটের ডাক দিয়েছে এর সম্পূর্ণ বিরোধিতা করেছে প্রদেশ বিজেপি। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন সরকার গরীব কৃষক মেহনতি মানুষদের জন্য যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে কাজ করে চলেছে , এদিক গুলি তুলে ধরে সাফ জানান রাজ্যের মানুষ এই ধর্মঘটের বিরোধিতা করবে। এর উপর বুধবার রাজ্যের ঐতিহ্যবাহী খারচি উৎসবের শেষ দিন। জাতি জনজাতি সকল অংশের জনগণের এই মিলন স্থলে এই উৎসবের শেষ দিনে এই ভাবে ধর্মঘট ডেকে তারা বুঝিয়ে দিয়েছে তাদের আসল চেহারা। এই পরিপ্রেক্ষিতে তাদের ডাকা এই ধর্মঘট রাজ্যের জনগণ মেনে নেবেন না বলে জানান তিনি।